খন্ডচিত্রে এক বৈশাখের বিকেল
বৈশাখের দিনগুলোয় একটা উদাসীন বিকেল স্পষ্ট। রুমালে আঁকা রঙ্গিন জাদুঘর, আলকাতরা। ঘাম মুছে বারবার আঁকড়ে ধরা জনজীবন বিপন্ন হওয়ার প্রচেষ্টায় মত্ত। বোধের লিরিকে নেচে যাচ্ছে আলোর ঝিলিক। যেন বিকেলের রোদ পসরা সাজিয়ে লোকাল বাসে চলে যাচ্ছে যার যার দৃষ্টিভ্রম স্টপেজ ধরে। তার মতো নির্ভরযোগ্য যারা তাকেই ভীষণ আগলে রাখছে প্রতিফলনের বায়োস্কোপ।
মুহূর্তগুলো কেটে দিচ্ছে বিষন্ন তরবারি
তুমি শূন্য বিকেল আমার সত্য আহাজারি!
পাশাপাশি দুটো সত্য এক হতেই পারে কিন্তু ঘটনা?